গণিতজ্ঞের বায়োপিকে হৃতিক

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ১৫:৫৮

চরিত্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে প্রথম থেকেই পছন্দ করেন হৃতিক রোশন। ‘কাবিল’ ছবিতে দর্শকদের মন জয় করার পর এবার বায়োপিকে অভিনয় করতে চলেছেন তিনি। ‘কোই মিল গয়া’র সেই অংক না জানা ব্যক্তিকে এবার পাটনার গণিত বিশারদ আনন্দ কুমারের ভূমিকায় দেখা যাবে।

বিহারে আইআইটি পড়ুয়াদের জন্য ‘সুপার থার্টি’ সিরিজের প্রতিষ্ঠা করে বিশ্বের দরবারে জনপ্রিয় হয়েছিলেন গণিতজ্ঞ আনন্দ কুমার। তার চরিত্রেই অভিনয় করবেন হৃতিক।

ইতিমধ্যেই পরিচালক বিকাশ বহেল ছবির চিত্রনাট্য নিয়ে গবেষণা শুরু করেছেন। স্ত্রিপ্ট লেখাও শুরু হয়ে গিয়েছে। রবিবার মুম্বাইয়ে হৃতিকের বাড়িতে গিয়েছিলেন গণিতজ্ঞ আনন্দ কুমার। বায়োপিক নিয়ে অভিনেতার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় তার।

আনন্দ কুমার জানান, হৃতিকের আতিথেয়তায় মুগ্ধ তিনি। রাকেশ রোশনের সঙ্গেও দেখা হয়েছে। পরিচালক বিকাশ বহেলও তার সঙ্গে আলোচনা করেই ছবির চিত্রনাট্য তৈরি করছেন।

বলিউড সূত্রে খবর, খুব শীঘ্রই পাটনায় শুটিং শুরু করবেন হৃতিক। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/জেএস)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :