ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ১৬:৩৭

বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে একটি কাঠবাহী ট্রাক ভাঙা রাস্তার খাদে পড়ে বিকল হয়ে পড়ায় বড় যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাত ১০টা থেকে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নস্থ ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটলে শতাধিক যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাৎ হোসেন জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কাঠবোঝাই ট্রাকটি যাচ্ছিল। এমন সময় ভাঙা রাস্তার খাদে পড়ে ট্রাকটি বিকল হয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়। ওই রাস্তায় এখন ছোট যান চলাচল করছে। তবে বড় যান চলাচলে ব্যহত হচ্ছে। দ্রুতই এ সমস্যা নিরসন করার জন্য কাজ করা হচ্ছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের মধ্যে বরিশালের অংশে প্রায় ৩৫ কিলোমিটার রাস্তা ভাঙা থাকার কারণে এরকম দুর্ঘটনা প্রতিনিয়তই হচ্ছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :