ওবামার রেকর্ড গড়া টুইট

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৬:৫৮ | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ১৬:৫৫

ছবিতে একটি জানালা দিয়ে কয়েকটি শিশুকে দেখছেন সাবেক প্রেসিডেন্ট ওবামা। শিশুগুলো একসঙ্গে আছে কিন্তু তাদের গাত্রবর্ণ পৃথক।

ছবিটির ক্যাপশনে লেখা নেলসন ম্যান্ডেলার উক্তি, ‘কোন শিশুই অন্য কারো বর্ণ, ধর্ম কিংবা অতীতকে ঘিরে ঘৃণা নিয়ে জন্মায় না।’

ভার্জিনিয়ার শার্লোটসভিলে হামলার পর গত ১৩ অগাস্ট বারাক ওবামার পোস্ট করা এই টুইটটিতে এখন পর্যন্ত লাইকের সংখ্যা ত্রিশ লাখ ছাড়িয়ে গেছে।

বলা হচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটারের ইতিহাসে এত লাইক এর আগে আর কোন টুইটই পায়নি।

বিবিসিকে টুইটারের তরফ থেকে জানানো হয়েছে, মাইলফলকটি অর্জিত হয় আজ বুধবার বাংলাদেশ সময় আনুমানিক ভোর সাতটার দিকে।

এর আগে সর্বোচ্চ লাইক পাওয়া টুইটটি পোস্ট করেছিলেন আরিয়ানা গ্রান্ডে, বিষয় ছিল ম্যানচেস্টারের সন্ত্রাসী হামলা।

বারাক ওবামার সর্বোচ্চ লাইক পাওয়া টুইটটি ছিল মূলত একটি ধারাবাহিক টুইটের প্রথমটি।এরপর একই বিষয়ে আরো দুটি টুইট করেছেন প্রেসিডেন্ট ওবামা।

তিনটি টুইটই মূলত নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী ‘লং ওয়াক টু ফ্রিডম’ এর একটি অনুচ্ছেদের থেকে নেয়া।

দ্বিতীয় টুইটটি ছিল, ‘মানুষকে অবশ্য ঘৃণা করতে শিখতে হয়। তাদেরকে ভালবাসতেও শেখানো যায়।’

তৃতীয়টি, ‘মনুষ্য হৃদয়ে ঘৃণার চাইতে ভালোবাসাটাই বেশি প্রাকৃতিকভাবে আসে।’

প্রেসিডেন্ট ট্রাম্পই টুইটারের একজন ভক্ত এবং নিয়মিত ব্যবহারকারী, এমনটিই জানেন সবাই। টুইটারকে রীতিমত প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তিনি।

কিন্তু এখন দেখা যাচ্ছে, টুইটের সংখ্যার বিচারে না হলেও জনপ্রিয়তার বিচারে টুইটারে ওবামার থেকে বিস্তর পিছিয়ে আছেন ট্রাম্প। টুইটারে ট্রাম্পের অনুসারীও বারাক ওবামার চাইতে অনেক কম।

বারাক ওবামাকে অনুসরণ করেন ৯ কোটি ৩৩ লাখ মানুষ। আর ডোনাল্ড ট্রাম্পের অনুসারী মোটে ৩ কোটি ৬০ লাখ।

যদিও বারাক ওবামার চাইতে দ্বিগুণেরও বেশি টুইট করেছেন ট্রাম্প।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

বিমান হামলায় হামাসের ২ সামরিক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের 

ওয়াশিং মেশিনের ভেতরে মিলল কোটি কোটি টাকা

প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছে সৌদি আরব

এই বিভাগের সব খবর

শিরোনাম :