জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ১৯:১২

জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরের সদর উপজেলার তিনটি ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত এসব ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়।

এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পের উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।

চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিন মণ্ডলের সভাপতিত্বে আফজাল মণ্ডলের হাটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফরিদপুর বিএমএর সভাপতি অধ্যাপক ডা. জাহাঙ্গীর চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ফরিদপুরের সভাপতি ডা. জলিল ও ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খবিরুল ইসলাম।

ক্যাম্পে যেসকল চিকিৎসক সেবা প্রদান করেন, তারা হলেন- ডা. আবুল কালাম, ডা. রতন কুমার সাহা, ডা. দিলরুবা জেবা, ডা. কৃষ্ণ গোপাল সেন, ডা. রাহাত আনোয়ার চৌধুরী, ডা. এবি ছিদ্দিক, ডা. মো. কামরুল হাসান, ডা. নৃপেন্দ্রনাথ বিশ্বাস, ডা. মাহফুজুর রহমান বুলু, ডা. পারভেজ, ডা. উৎপল নাগ, ডা. সামিরা বিনতে আলম, ডা. মিজানুর রহমান, ডা. মৌটুসি প্রামাণিক, ডা. ঊষা রানী, ডা. অনাদি রঞ্জন প্রমুখ।

ফরিদপুর সাধীনতা চিকিৎসক পরিষদের সার্বিক সহযোগিতায় ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া, ডিক্রির চর, নর্থ চ্যানেল ইউনিয়নের তিনটি পৃথক স্থানে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে প্রায় ২ হাজার ১০০ গরিব মানুষের মাঝে সব ধরনের চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :