রাজশাহীতে ভটভটি খাদে পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ১৯:১৬

রাজশাহী মহানগরীতে গরু বোঝাই একটি ভটভটি টেম্পু খাদে পড়ে আবদুল মান্নান নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নগরীর নওদাপাড়া আমচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মান্নান জেলার দুর্গাপুর উপজেলার বাদইল এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ গরু ব্যবসায়ী । তারা হলেন, দুর্গাপুর গণকৈড় গ্রামের সাজ্জাদ হোসেন, একই গ্রামের আবদুল করিম, সাজেদুর রহমান, মঙ্গলপুরের আবদুল খালেক এবং বড়ইল এলাকার দুলাল হোসেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদ হোসেন বলেন, তারা ভটভটিতে করে গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে রাজশাহী সিটি হাটে যাচ্ছিলেন। আমচত্বর এলাকায় মহাসড়কে ভটভটির সামনের চাকা খুলে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে ভটভটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে।

নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনার বলেন, দুর্ঘটনাকবলিত ভটভটি টেম্পুটি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :