বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ২০:২৫

বঙ্গবন্ধুর যেসব খুনি বিদেশে অবস্থান করছে তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বলেছেন, সরকার পরিবর্তন হলেও বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকর হবে।

বুধবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবস্থান চিহ্নিত করেছে সরকার। তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে। হত্যাকারীদের দেশে এনে ঘোষিত রায় কার্যকর করা হবে।’

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের জ্ঞাত সম্পদ ইতোমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। আর যা গোপন রয়েছে তার ব্যাপারেও অনুসন্ধান চলছে।’

খালেদা জিয়া বিদেশ গিয়ে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন কি না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, চক্রান্তকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শোক দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা।

এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ কবির ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/আইআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :