চলমান বন্যায় মৃত্যু ১০৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২১:৪১ | প্রকাশিত : ১৬ আগস্ট ২০১৭, ২১:৩৭

উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে চলমান বন্যায় আজ বুধবার পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য গত ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪ জনের।

আজ বিকেলে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, বন্যায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

মহাপরিচালক জানান, দেশের ২১টি জেলা এখন পর‌্যন্ত বন্যাকবলিত হয়েছে। এসব জেলায় ১ হাজার ৮২৪টি মেডিকেল টিম কাজ করছে।

প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে ওষুধ, খাবার স্যালাইন ও পানি শোধনের বড়ি মজুত আছে বলে জানান তিনি।

গত এপ্রিলে হাওর এলাকায় এবং পরে জুনে সিলেট অঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চলে আরেক দফা বন্যা হয়। আর গত এক সপ্তাহ ধরে ভারতের ওজান থেকে নেমে আসা পানিতে দেশের উত্তরাঞ্চল ও সিলেটে আবার বন্যাকবলিত হয়।

উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিকে স্মরণকালের ভয়াবহ অবস্থা বলে বর্ণনা করছে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

দে র‌্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের চলতি দায়িত্বে থাকা গোলাম মোস্তফা বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের জানান, এবারের বন্যায় ২১ জেলায় ৩২ লাখ ৮৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক লাখ ৭২ হাজার ২১৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত লাখ ৫২ হাজার পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া পথঘাট ডুবে যাওয়ায় বা রেললাইন ভেসে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিভিন্ন জনপদ।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :