নোয়াখালীতে খাদেম হত্যার ঘটনায় মামলা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১২:৩৩

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে আফজাল পাটোয়ারী মাজারের খাদেম সোনা মিয়া (৭৫) হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এই ঘটনায় পুলিশ হত্যায় ব্যবহৃত একটি ছোরাসহ দুইজনকে আটক করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিহতের স্ত্রী নিলুফা বেগম বাদী হয়ে মামলাটি করেন।

ঘটনার পর আটকরা হলেন, শাকতলা গ্রামের ছেরুমুন্সি বাড়ীর নূর মোহাম্মদের ছেলে ইয়াছিন (২৫) এবং উত্তর শাকতলা গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. সুজন (২২)।

সোনাইমুড়ী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ সরকার জানান, খাদেম হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ইয়াছিন ও সুজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার রাত পৌনে আটটার দিকে হাঁটগাও ইউনিয়নের আফজাল পাটোয়ারী মাজারে খাদেম সোনা মিয়াকে (৭৫) বাসা থেকে ডেকে নিয়ে মাজারের সামনে গলাকেটে হত্যা করে ইয়াছিন ও সুজন। ঘটনাটি দেখে খাদেমের স্ত্রী চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ইয়াছিনকে আটক করে গণপিটুনি দেয়।

ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :