বনানীতে তরুণী ধর্ষণ: দাখিল হয়নি মামলার প্রতিবেদন

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৩:১৮

রাজধানীর বনানীতে তরুণীকে ধর্ষণ মামলায় পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল না হওয়ায় ঢাকা মহানগর হাকিম আহসাব হাবীব নতুন তারিখ ধার্য করেন।

জন্মদিনের দাওয়াত দিয়ে গত ৪ জুলাই রাতে বনানীর বাসায় ডেকে নিয়ে বাহাউদ্দিন ইভান ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরদিন ওই তরুণী বাদী হয়ে বনানী থানায় ইভানকে একমাত্র আসামি করে একটি মামলা করেন। মামলার পর ৬ জুলাই নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেপ্তার করে র‌্যাব।

পরে ইভানকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর ১৩ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় ইভান। বর্তমানে তিনি কারাগারেই আছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১১ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইভানের সঙ্গে ওই তরুণীর বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে তারা দেখা-সাক্ষাৎ ও ঘোরাঘুরি করতেন। চার মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন রাত নয়টায় ইভান ফোন করে ওই তরুণীকে জন্মদিনের কথা বলে তার বাসায় যেতে বলেন এবং তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলে জানান। ওই তরুণী বাসায় গিয়ে কাউকে না দেখে জানতে চাইলে ইভান জানায়, তার বাবা-মা অসুস্থ। তাই ঘুমিয়ে আছেন। জোরে কথা বলা যাবে না। পরে রাতের খাবারে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর পর ইভান তাকে ধর্ষণ করে। চিৎকার করলে রাত সাড়ে তিনটার দিকে ওই তরুণীকে বাসা থেকে বের করে দেয়।

ঢাকাটাইমস/১৭আগস্ট/আরজে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :