ত্রাণ বিতরণে যাচ্ছেন কাদেরও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৩:৫৬

উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যার্তদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ দেয়ার পর এবার নিজেই দুর্গত এলাকায় যাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার তিনি উত্তরাঞ্চলে বন্যা দুর্গত বিভিন্ন এলাকা এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করবেন বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ , জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক, খালিদ মাহ্্মুদ চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী এবং স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

গত কয়েক দিন ধরেই দেশের প্রধান প্রধান নদ নদী বইছে বিপদসীমার ওপরে। বিশেষ করে উত্তরাঞ্চলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিতে ডুবে এরই মধ্যে ১০৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে সরকার। বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে বেশ কিছু শহরে।

এই পরিস্থিতিতে গত ১৪ আগস্ট এক বিবৃতিতে নেতা-কর্মীদেরকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন ওবায়দুল কাদের। সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শ্রেণিপেশার মানুষদের প্রতিও একই আহ্বান জানান তিনি। এর তিন দিনের মধ্যেই দুর্গত এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন আওয়ামী লীগ নেতা।

জানতে চাইলে ক্ষমতাসীন দলের দলটির রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ঢাকাটাইমসকে বলেন, ‘আগামীকাল আমরা দিনাজপুরে ত্রাণ বিতরণ করবো। এরপর আমরা কুড়িগ্রামের বন্যা দুর্গত এলাকায় যাব।’

এদিকে রবিবার ত্রাণ বিতরণে দিনাজপুর ও কুড়িগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও আরও ঘটা করে বন্যার্তদের পাশে দাঁড়াতে শুরু করেছেন।

ঢাকাটাইমস/১৭আগস্ট/টিএ

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :