হত্যার হুমকি মামলা: মধুখালীর পৌর কাউন্সিলর আলমগীর গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৪:০৫

নির্যাতন, হত্যার হুমকি ও চাঁদাবাজির মামলায় ফরিদপুরের মধুখালী পৌরসভার কাউন্সিলর এস এম আলমগীর মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

গতকাল বুধবার দুপুরে মধুখালী উপজেলা সদরের পূর্ব গাড়াখোলা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওইদিন বিকেলে আদালতের নির্দেশে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে তার নামে মধুখালী থানায় মামলা হয়।

মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডে অবস্থিত আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের হত্যার হুমকি, আটকে রেখে হাতুড়ি দিয়ে মারধর ও চাঁদাবাজির অভিযোগে ওই এলাকার আরিফুজ্জামান ইকবাল নামে এক ব্যক্তি বাদি হয়ে বুধবার সকালে থানায় মামলা করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আলমগীর মোস্তফা এলাকার মানুষের কাছে আতঙ্কের নাম। অভিযোগ আছে, তার পূর্ব পুরুষেরা ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তিনি নিজেও একাধিকবার ডাকাতি করতে গিয়ে অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। স্থানীয় রাজনীতিক নেতাদের কেউ কেউ তাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। যে কারণে সব জেনেশুনেও তার অপকর্মের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলার সাহস করে না।

নাম প্রকাশে অনিচ্ছুক মধুখালী উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, আলমগীর মোস্তফা একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার মতো লোক পৌরসভার কাউন্সিলর, ভাবতেই অবাক লাগে। অথচ এটাই বাস্তবতা।

(ঢাকাটাইমস/ ১৭ আগস্ট/ এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :