মির্জাপুরে সেপ্টেম্বরে চালু হচ্ছে অনলাইনে নামজারি কার্যক্রম

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৫:০৯

টাঙ্গাইলের মির্জাপুরে অনলাইনে নামজারি সেবা কার্যক্রম চালুকরণ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমিন।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সেপ্টেম্বর মাস থেকে অনলাইনে নামজারি সেবা কার্যক্রম চালু করা হবে।

অনলাইনে নামজারি সেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটু আই) প্রোগ্রাম এবং ভূমি সংস্কার বোর্ড ভূমি সংক্রান্ত সেবাসমূহকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এই অনলাইন নামজারি কার্যক্রম চালু করা হচ্ছে বলে সহকারী কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমিন জানান।

এই সেবা কার্যক্রম চালু হলে ভূমি অফিসে সাধারণ মানুষের হয়রানি ও দুর্ভোগ কমে আসবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন জাতীয় পত্রিকা, টিভি ও অনলাইন পত্রিকার স্থানীয় সাংবাদিকরা ছিলেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :