আল্লাহ বিএনপিকে শাস্তি দিচ্ছেন: এরশাদ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৫:৩০

বিএনপির অবস্থা এখন করুণ বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, ‘বিএনপি আমাদের ওপর অনেক নির্যাতন করেছে। এখন তাদের অবস্থা অত্যন্ত করুণ। তারা আমাদের যে অত্যাচার করেছে, আল্লাহ তার শাস্তি তাদের দিচ্ছেন।’

বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার নন্দীবাজারে বন্যায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের পর আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

জেলা জাতীয় পার্টি আয়োজিত সমাবেশে এরশাদ বলেন, ‘ক্ষমতা ছাড়ার পর জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমত আর জনগণের ভালোবাসায় জাপা বেঁচে আছে। বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টিই এখন ফ্যাক্টর।’

জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে এমনটা জানিয়ে এরশাদ বলেন, ‘দেশে জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করার মতো আর কোনো দল নেই। আগামীতে জনগণের ভোট নিয়ে আমাদের আবার ক্ষমতায় আসতে হবে। তাই দলকে আরও শক্তিশালী করতে আমাদের কাজ করতে হবে।’

জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এরশাদের একান্ত সচিব মেজর খালেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ। এছাড়া সমাবেশে পাঁচ উপজেলা থেকে আসা দলটির বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :