বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপির ত্রাণ কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৮:২০ | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৬:১৫

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জাতীয় ত্রাণ কমিটি গঠন করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহবায়ক ও ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে প্রধান সমন্বয়ক করে বিএনপির এই কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক জরুরি সভায় এই কমিটি গঠন করা হয়।

উত্তরাঞ্চলসহ দেশের প্রায় ২০টির বেশি জেলায় ভয়াবহ বন্যায় প্রায় ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে ত্রাণ বিতরণ করা হলেও এবার সমন্বিতভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চায়। যে কারণে কেন্দ্রীয়ভাবে কমিটি করে এর সমন্বয় করা হবে বলে জানা গেছে।

ইতিমধ্যে লন্ডনে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বন্যাদুর্গত এলাকার কেন্দ্রীয় নেতাদের ঢাকায় না বসে বন্যাকবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করার নির্দেশ দিয়েছেন। চেয়ারপারসনের এই নির্দেশনার পর জোরেসোরে মাঠে নামার সিদ্ধান্ত নিচ্ছে দলটির কেন্দ্রীয় নেতারা।

কমিটি গঠনের পর পরই দুপুরে দলের নয়াপল্টনের কার্যালয়ে বৈঠকে বসেন বিএনপি নেতারা।

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ঢাকাটাইমসকে বলেন, ‘আজকে কমিটি হলো। সিদ্ধান্ত হয়েছে প্রত্যেক দুর্গত এলাকায় সিনিয়র নেতাদের নেতৃত্বে ত্রাণ বিরতণ কার‌্যক্রম পরিচালনা করার। আবার শনিবার আমরা বসবো। কিভাবে অর্থ সংগ্রহ করা হবে, কোন পদ্ধতিতে দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে তা ঠিক করে আশা করি রবি অথবা সোমবার থেকে মাঠে নামতে পারবো।

এই বিএনপি নেতা বলেন, ‘দুর্যোগ-বিপদে সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি।এবারও তার কোনো ব্যতিক্রম হবে না।’

(ঢাকাটাইমস/১৭আগস্ট/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

এই বিভাগের সব খবর

শিরোনাম :