ডোমারের বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ ন্যাপ

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৬:৫৬

বন্যার্তদের পাশে দাঁড়ানোর কর্মসূচি অংশ হিসেবে নীলফামারীর ডোমারে শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ ন্যাপের নেতাকর্মীরা।

বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার পাংগা মটুকপুর ইউনিয়নের তালতলী গ্রামের ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করা হয়।

গত তিন দিনের একটানা বৃষ্টিতে বাড়ীঘর,ফসলসহ এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে।

জেবেল রহমান গানির এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

উপজেলা ন্যাপ নেতৃবৃন্দ এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির পক্ষ থেকে নগদ অর্থ পৌছে দিয়ে বলেছেন, অসংখ্য মানুষ এখনো পানিবন্দী এবং তারা যে রান্না করে খাবে, চাল-ডাল দিলেও কোনকিছু করতে পারছে না। কোথায় রান্না করে নিয়ে যাবে সেই উপায় নেই। রেল লাইন ভেসে গেছে, রাস্তা-ঘাট ভেসে গেছে। দেশের গুদামের চাল নেই, গম নেই। মানুষের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না।

এ সময় বাংলাদেশ ন্যাপ ডোমার উপজেলা শাখার আহবায়ক আব্দুর রফিক বাতেন, যুগ্ন আহবায়ক আনোয়ার ওয়াহিদ সাবু,জগবন্ধু রায়, সংগঠক অহিদুল ইসলাম, সমাজ সেবক তফিজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :