সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৭:০২
ফাইল ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে বন্যার পানিতে ডুবে নিরব (৬) ও হযরত আলী (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতি ও পৌনে দুইটায় দৌলতপুর ইউনিয়নের বউড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিরব উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ও হযরত আলী দৌলতপুর ইউনিয়নের বউড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সাথে খেলছিল শিশু নিরব। খেলার এক পর্যায়ে বন্যার পানিতে নিরব ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাজুক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, শিশু হযরত আলী বাড়ির পাশেই খেলছিল। এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের বন্যার পানিতে ডুবে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পায়নি। কিছুক্ষণ পর পানিতে শিশুটি ভেসে ওঠে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাখাওয়াত হোসেন বন্যার পানিতে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :