ভারতে সাজা শেষে দেশে ফিরল দুই তরুণী

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৭:০৪

ভারতে দুই বছর কারাভোগের পর বাংলাদেশে ফিরেছে দুই তরুণী। বুধবার রাতে বেনাপোল চেকাপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা দুই তরুণী হলেন-খুলনার ভাঙ্গা উপজেলার লক্ষী খাতুন ও একই এলাকার তানিয়া খাতুন।

ভালো কাজের প্রলোভন দেখিয়ে পাচারকারীরা ওই দুই তরুণীকে ভারতে পাচার করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফ জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়।আদালত তাদের দুই বছরের কারাদণ্ড দেয়। সেখান থেকে ভারতীয় একটি এনজিও তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে। পরে সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরত আসে।

ওমর শরীফ আরও জানান, ওই দুই তরুণীকে পরিবারের কাছ পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন মানবাধিকার সংগঠন রাইটস যশোরের প্রতিনিধি শারমিন নাহার।

শারমিন নাহার জানান, এক সপ্তাহের মধ্যে ওই দুই তরুণীকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তাদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চান তাহলে তাদের আইনি সহয়তা দেয়া হবে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :