আনিসুলকে ‘স্বাভাবিকভাবে জাগিয়ে তুলতে চান চিকিৎসকরা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৭:৫৭ | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৭:৩৪

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে চিকিৎসকরা ভেন্টিলেটর থেকে খুলে স্বাভাবিকভাবে জাগিয়ে তুলতে চেষ্টা করবেন l আনিসুল হকের মালিকানাধীন নাগরিক টিভির প্রধান পরিচালনা কর্মকর্তা আব্দুন নূর তুষার ফেসবুকে দেয়া এক পোস্টে একথা জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে দেয়া স্ট্যাটাসে তুষার বলেন, ঢাকা উত্তরের মেয়রের স্বাস্থ্যের বিষয়ে জানাতে তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি লেখেন, ‘চিকিৎসকরা আজকে দিনের কোনো এক সময় আনিস ভাইকে ভেন্টিলেটর থেকে খুলে স্বাভাবিকভাবে জাগিয়ে তুলতে চেষ্টা করবেনl এটি একটি জটিল প্রক্রিয়া। তার শরীর ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে চিকিৎসকরা কাজ করবেনl’

তুষার বলেন, ‘চিকিৎসার অন্যান্য প্রক্রিয়া পাশাপাশি চলবেl আশা করা যায় তিনি জোরালোভাবে ঔষধে সাড়া দেবেনl’

তুষার বলেন, তার (আনিসুল হক)সম্পর্কে এভাবে বলতে আমার খুব কষ্ট হয়, কিন্তু সবাইকে অবহিত করার দায়িত্ব আমাকে দেয়া হয়েছেlসবাই প্রার্থনাতে তাকে রাখুনl’

গত ২৮ জুলাই পারিবারিক কাজে লন্ডন যান আনিসুল হক। গত সোমবার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু ১৩ আগস্ট মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সেখানে একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নেওয়া হয়।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/বিইউ/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :