বোয়ালমারীতে বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন

এরশাদ সাগর, বোয়ালমারী থেকে
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৮:৩২

ছাত্র-ছাত্রীদের সততা ও নৈতিকতা মূল্যবোধ সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।

বৃস্পতিবার দুপুর দুইটায় শেখর ইউনিয়নের সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের পরিচালনায় এ স্টোর উদ্বোধন করা হয়।

এ সময় ওই বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী অফিসার রওশন আর পলির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শামছুল আলম।

অন্যান্যদের মধ্যে সহকারী কমিশিনার (ভূমি) মো. নাহিদ হাসান, বিদ্যালয় পর্ষদের সভাপতি কাজী নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্যা, লন্ডন প্রবাসি সৈয়দ খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ও সার্বিক পরিচালনা করেন উপজেলা দুনীতিদমন কমিশনের সভাপতি অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :