জাবিতে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৮:৪৩

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। দুপুর সাড়ে ১২টার দিকে তারা এ মিছিল করে।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অমর একুশে পাদদেশে গিয়ে শেষ হয়।

মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দেড় শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে জঙ্গিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় বোমা হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। সেইসাথে জঙ্গিবাদের মদদদাতার অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মিছিলে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল, সহ-সভাপতি বায়জিদ খান, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ শাওন ও নুরউদ্দিন মো. সানাউল, পাঠাগার বিষয়ক সম্পাদক এ টি এম মাহবুবুল হক রাফাসহ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :