এনজিওর ঋণ শোধতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৯:৫২ | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ১৯:৩৪

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দক্ষিণ ধুরইল গ্রামে এনজিও থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পেরে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তার নাম আব্দুল হাই (৬৩)।

বৃহস্পতিবার সকালে ফিচ্কা এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত আব্দুল হাই ওই গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে বলে জানা গেছে।

পাঁচবিবি উপজেলার স্থানীয় কুশুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তার হোসেন জানান, বিভিন্ন এনজিওর কাছ থেকে চরা সুদে ঋণ গ্রহণ করেন আব্দুল হাই। ঋণগুলো পরিশোধ করতে জমি-জমা বিক্রি করেও অবশিষ্ট আরো ৭ লক্ষাধিক টাকা পরিশোধ করতে পারেননি তিনি। ঋণ পরিশোধে এনজিওগুলোর চাপ সহ্য করতে না পেরে আব্দুল হাই আজ বৃহস্পতিবার সকালে ইঁদুর নিধনের গ্যাসের ট্যাবলেট খান। পরে তিনি বিকালে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :