শিক্ষার্থীদের মাঝে শুদ্ধাচার ডায়েরি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ২১:২৪

মানসম্মত প্রাথমিক শিক্ষা এবং অন্যায় দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য একটি হলো উদ্ভাবনী প্রকল্প। এ প্রকল্পের অধীনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বৈলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘শুদ্ধাচার ডায়েরি’ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় কক্ষে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুন্নেসা এ ডায়েরি বিতরণের উদ্বোধন করেন।

পৌর কাউন্সিলর আলী হাসানের সভাপতিত্বে শুদ্ধাচার ডায়েরি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুন্নেসা, প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মাহাবুবুর রহমান, আম্বিয়া বেগম প্রমুখ।

এসময় ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :