স্ত্রী নির্যাতন: পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে মামলা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৭, ০০:০০

বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে নগর বিশেষ শাখা পুলিশের এক সদস্যসহ পরিবারের তিনজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার নির্যাতিতা স্ত্রী মুনিরা আক্তার রতœা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন।

আদালতের বিচারক মো. শেখ আবু তাহের মামলাটি ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন।

মামলার অভিযুক্তরা হলেন- নগরীর ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও নগর পুলিশের বিশেষ শাখার সদস্য সোহেল রানা, তার ভাই সোহাগ মৃধা ও পিতা জয়নাল মৃধা।

আদালত সূত্র জানায়, সোহেল রানা নগর বিশেষ শাখা পুলিশের কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। ২০০৭ সালে ২ জুন ঝালকাঠির পুর্ব রায়পুরা গ্রামের শরীফ বাড়ির মৃত হেমায়েত উদ্দিনের কন্যা মুনিরা আক্তার রতœাকে বিয়ে করেন কনস্টেবল সোহেল। পরে তাদের একটি কন্যা সন্তান হওয়ার পর থেকেই রতœার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন সোহেল। এছাড়াও রতœার পৈত্রিক সম্পত্তির দাবিতে বিভিন্ন সময় নির্যাতন শুরু করেন। ২০১৭ সালের ২৪ জুন পুনরায় ৫ লাখ টাকা দাবি করলে অস্বীকার করায় রতœাকে মারধর করেন সোহেল ও অভিযুক্তরা। গত ৫ আগস্ট কনস্টেবল সোহেল তাকে পুনরায় মারধর করে ঘরে বন্দি করে রাখেন। এ সময় পুলিশের সহযোগিতায় রতœার ভাই তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় মামলা করা হলে বিচারক ওই আদেশ দেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/টিটি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :