স্ত্রী নির্যাতন: পুলিশ সদস্যসহ তিনজনের বিরুদ্ধে মামলা

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৭, ০০:০০

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস

বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে নগর বিশেষ শাখা পুলিশের এক সদস্যসহ পরিবারের তিনজনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। 

বৃহস্পতিবার নির্যাতিতা স্ত্রী মুনিরা আক্তার রতœা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন। 

আদালতের বিচারক মো. শেখ আবু তাহের মামলাটি ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। 

মামলার অভিযুক্তরা হলেন- নগরীর ২৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও নগর পুলিশের বিশেষ শাখার সদস্য সোহেল রানা, তার ভাই সোহাগ মৃধা ও পিতা জয়নাল মৃধা। 

আদালত সূত্র জানায়, সোহেল রানা নগর বিশেষ শাখা পুলিশের কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। ২০০৭ সালে ২ জুন ঝালকাঠির পুর্ব রায়পুরা গ্রামের শরীফ বাড়ির মৃত হেমায়েত উদ্দিনের কন্যা মুনিরা আক্তার রতœাকে বিয়ে করেন কনস্টেবল সোহেল। পরে তাদের একটি কন্যা সন্তান হওয়ার পর থেকেই রতœার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন সোহেল। এছাড়াও রতœার পৈত্রিক সম্পত্তির দাবিতে বিভিন্ন সময় নির্যাতন শুরু করেন। ২০১৭ সালের ২৪ জুন পুনরায় ৫ লাখ টাকা দাবি করলে অস্বীকার করায় রতœাকে মারধর করেন সোহেল ও অভিযুক্তরা। গত ৫ আগস্ট কনস্টেবল সোহেল তাকে পুনরায় মারধর করে ঘরে বন্দি করে রাখেন। এ সময় পুলিশের সহযোগিতায় রতœার ভাই তাকে উদ্ধার করেন।  

এ ঘটনায় মামলা করা হলে বিচারক ওই আদেশ দেন।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/টিটি/ইএস)