স্পেনে দ্বিতীয় দফা হামলার চেষ্টা, পাঁচ হামলাকারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৬:০৮ | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৭, ০৮:৫৯

স্পেনের বার্সেলোনায় পথচারীদের ওপর কাভার্ডভ্যান উঠিয়ে ১৩ জনকে হত্যার পর দ্বিতীয় দফা হামলার চেষ্টা হয়েছে দেশটির অন্য একটি শহরে। তবে এবারের হামলা ঠেকিয়ে দিয়েছে দেশটির পুলিশ। হামলার চেষ্টার আগেই পাঁচ হামলাকারী গুলি করে হত্যা করা হয়েছে বলে দেশটির পুলিশ দাবি করছে। খবর বিবিসি, গার্ডিয়ানের।

বার্সেলোনায় হামলার কয়েক ঘণ্টা পর স্পেনের কাতালোনিয়ার উপকূলীয় শহর ক্যামব্রিলসের কাছে এই ঘটনা ঘটে।

ক্যামব্রিল পুলিশের মুখপাত্র জানিয়েছেন, হামলার চেষ্টার সময় চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া গুলিতে আরেক হামলাকারী আহত হয়েছে। পরে তারও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য ও ছয় পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যর অবস্থা গুরুতর নয়। তবে আহত পথাচারীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হামলাকারীদের বিস্ফোরক ভর্তি বেল্ট পড়া ছিল বলে জানিয়েছে স্প্যানিস পুলিশ। হতাহতদের নামপরিচয় জানায়নি পুলিশ।

স্পেনের মিডিয়ার বরাত দিয়ে বলা হয়েছে, ক্যামব্রিলস বন্দরের কাছে একটি ভ্যান কয়েকজন লোককে ধাক্কা দিয়ে আহত করে। এর পরপরই পুলিশ গুলি করে চারজনকে হত্যা করে।

এর আগে গতকাল বিকালে বার্সেলোনার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাস রামব্লাসে কাভার্ড ভ্যান পথচারীদের ওপর উঠিয়ে দিলে ১৩ জন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। পুলিশ একে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।

গত বছরের জুলাই থেকে ইউরোপের বিভিন্ন দেশে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দিয়ে হামলা চালিয়েছে জঙ্গি। নিস, বার্লিন, লন্ডন এবং স্টকহোমে এই ধরনের হামলায় শতাধিক লোক মারা যায়।

ঢাকাটাইমস/১৮আগস্ট/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

সকাল সকাল ভোট দিলেই মিলবে আইসক্রিম-চাউমিন! 

প্রথম নারী উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

ইউক্রেন-ইসরায়েলের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন দিলো মার্কিন সিনেট 

ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক

লোহিত সাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৩

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

এই বিভাগের সব খবর

শিরোনাম :