বরিশালে পশু কোরবানির জন্য ১৮০ স্থান নির্ধারণ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৭, ০৯:২৯

আসন্ন ঈদুল আজহার পশু কোরবানির জন্য ১৮০টি স্থান নির্ধারণ করেছে বরিশাল সিটি করপোরেশন। এছাড়া এখনো নতুন কোনো আবেদন জমা না পড়ায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে নয়টি পশুর হাট বসার সম্ভাবনা রয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

প্রতি বছরের ন্যায় এ বছরও নগরীর পশু কুরবানীর স্থান আগে থেকেই নির্ধারণ করা হয়েছে। কোরবানির স্থান জানাতে নগরীর প্রতিটি ওয়ার্ডে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির স্থানের তালিকা সাঁটানো হবে।

ওয়াহিদুজ্জামান আরও জানান, নির্ধারিত স্থানের বাইরে কেউ পশু জবাই করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/১৮আগস্ট/টিটি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :