রংপুর রাইডার্সে খেলবেন কুসল পেরেরা

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৭, ১০:৫৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দল গোছানোর প্রক্রিয়ায় এবার শ্রীলঙ্কা দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুসল পেরেরাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত কুসল পেরেরা ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এতে তার মোট রান ৭১৬। ব্যাটিং গড় ২৬.৫১। স্ট্রাইক রেট ১৩২.১০।  

এর আগে তারা আইকন ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। দেশি ক্রিকেটারদের মধ্যে তারা আরফাত সানি ও রুবেল হোসেনকে রেখে দিয়েছে। বিদেশি খেলোয়াড় হিসেবে এখন পর্যন্ত তারা দলে নিয়েছে ক্রিস গেইল, রবি বোপারা, স্যামুয়েল বাদরি, জনসন চার্লস ও কুসল পেরেরাকে।

আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। তার আগে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই আসরে অংশ নিবে মোট সাতটি দল। দলগুলো হলো ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স, চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সুরমা সিক্সার্স সিলেট।

(ঢাকাটাইমস/১৮ আগস্ট/এসইউএল)