সুমির অ্যালবাম ‘পাতা ঝরা কথা’ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৭, ১০:৫৫

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ হলো সুমি আক্তারের একক অ্যালবাম ‘পাতা ঝরা কথা’। দুইটি গানের অডিও এবং ভিডিও দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডের একটি ক্যাফেতে গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অ্যালবামের গান লিখেছেন জনপ্রিয় গীতিকবি কবির বকুল ও চট্টগ্রামের আবদুল রশিদ। সুর ও সংগীত করেছেন ইবরার টিপু। অ্যালবামটি প্রকাশ করেছে সিডি চয়েস মিউজিক। ভিডিও দুটি পরিচালনা করেছেন কলকাতার কোরিওগ্রাফার ও পরিচালক শিবরাম শর্মা।

সুমি তার গান দুটি নিয়ে বলেন, ‘আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি গান দুটি ভাল করার। ভিডিও নির্মাণে আন্তরিকতার কমতি ছিলো না। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদর্শকের ভাল লাগবে।'

এ প্রসঙ্গে সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমন বলেন, ‘সুমির গায়কি চমৎকার। অ্যালবামের গান দুটি বেশ ভাল হয়েছে। আশা করি ও অনেক দূর যাবে।’

উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে সাংবাদিক কামরুদ্দি হীরা বলেন, ‘গান মানে গান নয়। গান মানুষের মনকে পরিষ্কার রাখে। মনকে প্রফুল্ল করে। এ জন্য গানের এত কদর। এই অ্যালবামটি বানাতে গিয়ে সুমি অনেক কষ্ট করেছে। এর আগেও সে গানের অ্যালবাম বের করেছিল। আমি মনে করি সুমি সামনে আরও ভালো করবে।’

জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘এ গানের সব কিছুই অসাধারণ। দেশে প্রতিবছরই গায়ক গায়িকার সংখ্যা বাড়ছে। কিন্তু এর বেশিরভাগই হারিয়ে যাচ্ছে এই জগৎ থেকে। এখন থেকে আর কোনো শিল্পী যেন হারিয়ে না যায়। আমি সুমির উত্তোরত্তর সাফল্য কামনা করি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্র পরিচালক শাহীন সুমন, প্রযোজক ফরমান আলী, সংগীত ব্যক্তিত্ব বাসুদেব, সুরকার হাসান মতিউর রহমান প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এসও/ডব্লিউবি)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :