রাজশাহীতে তিন জামায়াত নেতা আটক

ব্যুরো প্রধান, রাজশাহী
| আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৫:২৯ | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৭, ১৪:৩৪

রাজশাহী মহানগর জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত জমজম ইসলামি হাসপাতাল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ বলছে, তারা গোপন বৈঠক করছিলেন।

গ্রেপ্তার তিন জামায়াত নেতা হলেন- রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর এম নজরুল ইসলাম, রাজপাড়া থানা জামায়াতের সেক্রেটারি আবদুস সবুর ও রোকন মাইনুল ইসলাম।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, লক্ষ্মীপুর মোড়ের জমজম ইসলামি হাসপাতালে এই তিন জামায়াত নেতার শেয়ার আছে। সরকারবিরোধী ষড়যন্ত্র করতে শুক্রবার সকালে তারা সেখানেই গোপন বৈঠক করছিলেন।

খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে হাসপাতালটিতে অভিযান চালান। এ সময় এই তিন নেতাকে আটক করে থানায় নেয়া হয়। পরে দুপুর পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/আরআর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :