সিরাজগঞ্জে ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৭, ১৬:২৬

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলেও গত ২৪ ঘণ্টায় ১২ সেন্টিমিটার কমে বিপদসীমার ১৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে সিরাজগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সাত দিনের ভয়াবহ বন্যায় জেলার ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টয় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি না বাড়লেও বিপদসীমার ১৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সাত দিনের ব্যবধানে জেলার সদর, কাজিপুর, উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার ৪৪টি ইউনিয়নের তিন শতাধিক গ্রাম প্লাবিত হয়ে সাড়ে তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এ উপজেলাগুলোর দুর্গম চরাঞ্চলের অবস্থা আরও নাজুক। গবাদি পশু, শিশু, বয়োবৃদ্ধ ও প্রসূতি মায়েদের নিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে জেলার বন্যা দুর্গতরা। জ্বালানি, ওষুধ, ত্রাণ, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সংকটে জেলার পানিবন্দি মানুষের নাভিশ্বাস উঠেছে। মরার উপর খরার ঘায়ের মতো চরাঞ্চলে রাতে ডাকাতের উৎপাত, দিনের বেলায় ঘরের মাঁচায় সাপসহ পোকা মাকড়ের ভয় এ অঞ্চলের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সবকিছু মিলিয়ে জেলার বানভাসি মানুষেরা চরম দুর্ভোগে দিনাতিপাত করছে।

খোঁজ নিয়ে জানা যায়, পানি বাড়ায় সিরাজগঞ্জ জেলার ছয়টি উপজেলার ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখা হয়েছে। দুর্গত এলাকায় গবাদি পশুর খাবার সংকট থাকায় নানা দুর্ভোগে দিন কাটাচ্ছে বানভাসি মানুষ। সাত দিনের ব্যবধানে ৫৫ হাজার পরিবারের সাড়ে তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম ঢাকাটাইমসকে জানান, ১৯৮৮ সালে জেলায় বিপদসীমার ১১৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। এবার সেই সীমার চেয়েও ২৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান ঢাকাটাইমসকে জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় সার্বক্ষণিক একজন অফিসার নিয়োগসহ গ্রাম পুলিশ নিয়োগে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে। ইতোমধ্যে ছয়টি উপজেলায় ৪০০ মেট্রিকটন চাল ও সাড়ে ১২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বরাদ্দ দেয়া অব্যাহত রাখা হবে। তবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :