ইরানি গালিচার প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৭, ১৬:৪৯

ইরানি গালিচার সবচেয়ে বড় ক্রেতার পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর দেশটি ১৯ কোটি ৬ লাখ ডলারের ইরানি গালিচা আমদানি করেছে। এ তথ্য দিয়েছেন ইরানের জাতীয় গালিচা কেন্দ্রের প্রধান হামিদ কারগার।

যুক্তরাষ্ট্রে দীর্ঘকাল ধরেই সমাদৃত হয়ে আসছে ইরানি হাতেবোনা গালিচা। কিন্তু ২০১০ সালে আরোপিত নিষেধাজ্ঞার জেরে যুক্তরাষ্ট্রের বাজারে ইরানি গালিচা জৌলুস হারাতে বাধ্য হয়েছিল। সে সময়ে বাজারে ঢোকে পাকিস্তান, ভারত, তুরস্ক এবং চীনের তুলনামূলক সস্তা গালিচা।

অতীতে বিশ্ব বাজারে চীন প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হলেও বর্তমানে ইরানের গালিচা আমদানি করছে দেশটি। এ ছাড়া ইরানি গালিচার সর্ববৃহৎ আমদানিকারী দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। এ কথা জানান কারগার। তেহরানে গালিচা মেলা শুরুর আগে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

ইরানি হাতেবোনা গালিচার ২৩তম মেলায় এই প্রথমবারের মতো অংশ নেবেন মার্কিন ১৪ ব্যবসায়ী। সপ্তাহব্যাপী এ মেলা চলতি মাসের ২৩ তারিখে শুরু হবে। গালিচা ছাড়াও ইরানি ক্যাভিয়ার, পেস্তা এবং জাফরানের ব্যাপক চাহিদা রয়েছে যুক্তরাষ্ট্রে।

সূত্র: পার্স টুডে

(ঢাকাটাইমস/১৮আগস্ট/এসআই)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :