ত্রাণ নিয়ে দুই নম্বরি করলে ক্ষমা নেই: মায়া

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২০:৩৫ | প্রকাশিত : ১৮ আগস্ট ২০১৭, ১৮:৫৮

ত্রাণসামগ্রী নিয়ে দেশের কোনো জায়গায় ছিনিমিনি খেলা হলে, কেউ দুই নম্বরি করলে কিংবা দুর্নীতির আশ্রয় নিলে তাকে কোনো ক্রমেই ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি মিলনায়তনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন।

মায়া বলেন, ‘আমাদের খাদ্যের কোনো অভাব নেই। টাকার কোনো অভাব নেই। যারা ত্রাণসামগ্রী পাওয়ার যোগ্য তারা ত্রাণ সহায়তা পাবেন। যারা দিনে আনে দিনে খায় তাদের জন্য সরকারে ত্রাণ সামগ্রী। তারা যেন কষ্টে না থাকে তাদের খাওয়ার ব্যবস্থা আমরা করছি, করবো। এসব দুস্থ মানুষের কষ্ট যখন পর্যন্ত লাঘব না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যা দরকার; চিকিৎসা দরকার, খাওয়ার দরকার, টিন দরকার, টাকা দরকার সরকার সবকিছুর ব্যবস্থা করবে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। ষড়যন্ত্র করছেন কীভাবে একটি গণতান্ত্রিক সরকারকে সরানো যায়। পেছন দরজা দিয়ে কীভাবে ক্ষমতায় আসা যায় সেই নিয়ে ব্যস্ত রয়েছেন।’

মায়া বলেন, ‘বিএনপির নেতারা কথায় কথায় বলেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে ব্যস্ত। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা মানুষের কল্যাণের কথা ভাবে তারাই তো মানুষের ভোট আশা করবে। অন্য কেউ সে আশা করতে পারে না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে মায়া বলেন, ‘মির্জা ফখরুল ঢাকায় বসে ফাঁকা আওয়াজ দেন সরকার নাকি বন্যার্তদের পাশে নেই। পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেয় না।’

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, সংরক্ষিত আসনের এমপি সেলিনা জাহান লিটা ও পুলিশ সুপার ফারহাত আহমদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :