বেনাপোলে ১৪ সোনার বারসহ একজন আটক

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৭, ১৯:৩৫

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

ভারতে পাচারের সময় শুক্রবার বিকালে বেনাপোলের বড়আচড়া সীমান্ত থেকে ১৪টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা।

আটক  হচ্ছে, বেনাপোলের দৌলতপুর গ্রামের কদর আলী।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, বড়আচড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বড়আচড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কদর আলীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি ১৪টি সোনার বারসহ তাকে আটক করা হয়। আটক সোনার মূল্য ৫৬ লাখ টাকা বলে বিজিবি জানায়।

উদ্ধার সোনারবার বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। আটককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ সোপর্দ করা হযেছে।

এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

(ঢাকাটাইমস/১৮আগস্ট/প্রতিনিধি/এলএ)