নওগাঁয় ট্রাক উল্টে ছয়জন নিহত

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৭, ১০:০৮ | আপডেট: ১৯ আগস্ট ২০১৭, ১৭:১২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নওগাঁর মান্দা উপজেলায় বাঁশবোঝাই ট্রাক উল্টে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকাল আটটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাজি গোবিন্দপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশরাফুল ইসলাম, আব্দুল মান্নান, দিপেন ঘোষ, আমিনুর, দেলোয়ার এবং সাহেব আলী। এদের মধ্যে আশরাফুল ইসলাম ও আব্দুল মান্নান রাজশাহীর বাগমারা উপজেলার গবিন্দপুর ইউনিয়নের মারিয়া গ্রামের বাসিন্দা। বাকিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ১৪ জন শ্রমিক নিয়ে বাঁশবোঝাই ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। সকাল আটটার দিকে হাজি গোবিন্দপুর এলাকায় আসার পর ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় শ্রমিক নিহত হয়। আহত হন আরও তিনজন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান। ঢাকাটাইমসকে তিনি জানান, আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এছাড়া নিহতদের লাশ নওগাঁ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ঢাকাটাইমস/১৯আগস্ট/জেআর/এমআর