মুক্তিযোদ্ধার সন্তানকে ‘আলবদর’ লিখে ‘প্রাণনাশের হুমকি’

মাহফুজ কিশোর, কুবি প্রতিনিধি
| আপডেট : ২০ আগস্ট ২০১৭, ০৮:৪০ | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ১০:৫২
কুবির শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়া তারেক

জাতীয় শোক দিবসে শিক্ষার্থীদের পড়া বুঝিয়ে দিয়ে দিনকয়েক ধরে আলোচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) মাহবুবুল হক ভূঁইয়া তারেক। তাকে এক মাসের বাধ্যতামূলক ছুটি দেয়ার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক কর্মী ফেসবুকে তাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের একাদশ ব্যাচের শিক্ষার্থী ও কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের কর্মী সাদ ইবনে সাইদ সাদ তার ফেসবুকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে উদ্দেশ্য করে লেখেন, ‘Eleas Hosen Sabuj ভাই এর হুকুম এর অপেক্ষায় বেঁচে গেল আলবদর তারেক মাস্টার। আর একটা রাত পেল দেশদ্রোহীটা শান্তিতে ঘুমাতে। কিন্তু কালকে??? কী হবে রে তোর???’

শুক্রবার সাদ তার স্ট্যাটাসে ১৩ জন ছাত্রলীগ কর্মীকে ট্যাগ করেন যাদেরকে শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই পোস্টের ছবি ভাইরাল হলে এ নিয়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই ধরনের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়া। এজন্য জীবনের নিরাপত্তা চেয়ে সদর দক্ষিণ থানায় ওই শিক্ষক একটি সাধারণ ডায়েরি করেছেন। শিক্ষক মাহবুবুল হকের বাড়ি কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়ায়। তার বাবা একজন মুক্তিযোদ্ধা।

মুক্তিযোদ্ধার সন্তানকে ‘আলবদর’ আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠনের কর্মী এভাবে হুমকি দিতে পারেন কি না জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘কেউ এমন করলে অবশ্যই তার যথাযথ বিচার হওয়া উচিত। তবে এটা তার ব্যক্তিগত প্রোফাইলের স্ট্যাটাস। এর দায়ভার কখনো ছাত্রলীগ নেবে না।’

এ বিষয়ে জানতে সাদকে কয়েকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। তার বন্ধুরা জানান, সাদের আইডি হ্যাক হয়েছে।

প্রসঙ্গত, শিক্ষক মাহবুবুল হক ভূঁইয়া ‘জাতীয় শোক দিবসে ক্লাস নিয়েছেন’ এমন অভিযোগে তার বহিষ্কার দাবিতে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে টানা দুইদিন আন্দোলন করে শাখা ছাত্রলীগ। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষককে বৃহস্পতিবার এক মাসের জন্য ছুটিতে পাঠায়।

ওই শিক্ষক দাবি করেছেন, পরীক্ষার আগে দিন কয়েকজন শিক্ষার্থী তার কাছে পড়া বুঝে নিতে চেয়েছিলেন। আর তাদের অনুরোধেই তিনি এই কাজ করেছেন।

ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল শুরু

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :