গাইবান্ধায় প্রাথমিকের পরীক্ষা আবারও স্থগিত

জাভেদ হোসেন, গাইবান্ধা থেকে
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ১৩:২২

বন্যা পরিস্থিতির অবনতির কারণে গাইবান্ধার ছয় উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা আবারও স্থগিত করা হয়েছে। এ নিয়ে দ্বিতীয় দফায় পরীক্ষা স্থগিত করলো কর্তৃপক্ষ।

শনিবার থেকে জেলা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার এক হাজার ৪৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে গত ৬ আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বন্যার কারণে তা স্থগিত করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো. আমিনুল ইসলাম মন্ডল মুঠোফোনে ঢাকাটাইমসকে বলেন, ‘জেলার সাত উপজেলার অসংখ্য প্রাথমিক বিদ্যালয় বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ফলে অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া অনেক স্কুল আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অনেক স্কুলের শ্রেণিকক্ষ, স্কুলমাঠ ও স্কুলে প্রবেশের রাস্তায় এক হাঁটুরও বেশি পানি। ফলে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে সময় করে পরীক্ষা নেওয়া হবে।’

পরীক্ষা স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে বলে জানান অনেকে জানান।

গাইবান্ধা শহরের উত্তরপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম ঢাকাটাইমসকে বলেন, ‘গত ৬ আগস্ট পরীক্ষা হওয়ার কথা থাকলেও বন্যার কারণে তা স্থগিত করা হয়। আজ আবার দ্বিতীয় দফায় পরীক্ষা স্থগিত করা হলো।’ তিনি জানান, ‘ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো ছিল। কিন্তু সামনে ঈদ থাকায় ছাত্রছাত্রীরা এই প্রস্তুতি হারিয়ে ফেলতে পারে। তাছাড়া খুব শিগগির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে সে পরীক্ষাতেও খারাপ ফলাফল হতে পারে।’

পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাদী হাবিবা সুলতানা বলেন, ‘এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। এক্ষেত্রে কারো কোনো হাত নেই। তবে এখন পরীক্ষা হলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফলাফল করতো।’

ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :