‘ধৈর্য পরীক্ষা’য় পাস নাসির

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৫:২০ | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ১৫:০৪
ফাইল ছবি

কথায় আছে, ধৈর্যের ফল বৃথা যায় না। নাসির হোসেনের ক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু ঘটেনি। সর্বশেষ ২০১৫ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে দেশের হয়ে টেস্ট খেলেছিলেন নাসির। এরপর আর সাদা জার্সি গায়ে উঠেনি তার। শেষমেশ দুই বছর পর জাতীয় দলের ছেয়ার পেলেন নাসির। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘোষিত প্রথম টেস্টে ১৪ জনের একজন নাসির।

নাসিরকে দলে অন্তর্ভুক্ত নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘নাসির ঘরোয়া ক্রিকেটে ভালো করছে। ওর পারফরম্যান্স বিবেচনা করেই আমরা ওকে দলে নিয়েছি। তাছাড়া অস্ট্রেলিয়া দলে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটসম্যান আছে। নাসির ভালো একজন অফ স্পিনার। বাঁ-হাতিদের বিপক্ষে ওকে কাজে লাগবে। এসব কিছু মাথায় রেখেই আমার নাসিরকে দলে নিয়েছি।’

নাসির দলে ফিরলেও জায়গা হয়নি মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের। তবে নিজেদের মধ্যে প্রস্তুতিতে বল হাতে আলো ছড়ানো শফিউল ইসলামকে রাখতে ভুল করেননি নির্বাচকরা। গত বছর চট্টগ্রামে ইংলিশদের বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট খেলেন শফিউল। এখন পর্যন্ত দেশের হয়ে ৯টি টেস্ট খেলেছেন তিনি। নিয়েছেন ১৫ উইকেট।

এদিকে লম্বা বিরতির পর টেস্টে ডাক পাওয়া নাসিরকে মূল একাদশে ফিরতে হলেও পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে গেল কয়েক বছর ঘরোয়া টুর্নামেন্টে ব্যাটে-বলে নাসিরের দারুণ পারফরম্যান্স হতে পারে আত্মবিশ্বাসের জ্বালানি। জাতীয় দলের হয়ে অদ্যাবধি ১৭ টেস্টে ৯৭১ রান করেছেন নাসির। সর্বোচ্চ ১০০। ব্যাটিং গড় ৩৭.৩৪। রয়েছে ৬টি অর্ধশতকও। বল হাতে তেমন আক্রমণে না গেলেও ৮ উইকেট আছে নাসিরের নামের পাশে।

এর আগে গেল রাতে ৩২ জনের বহর নিয়ে বাংলাদেশে আসে টিম অস্ট্রেলিয়া। ২০০৬ সালে বাংলাদেশে দুই দলের সবশেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর আর কোনো টেস্ট খেলা হয়নি। দীর্ঘ ১১ বছরের অধিক সময় পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামবে মুশফিক বাহিনী।

বিগত কয়েক বছর আসবে আসবে বলেও বেশ কয়েকটা সফর বাতিল করে ওজিরা। ২০১৫ সালে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। এছাড়া ২০১১ সালে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া। সেবার এফটিপিতে পূর্ণাঙ্গ সিরিজ থাকলেও শুধু তিনটি ওয়ানডে খেলেই দেশে ফেরত যায় দলটি।

উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে ২২-২৪ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এরপর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

(ঢাকাটাইমস/১৯ আগস্ট/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

আইপিএলে একই ম্যাচে জরিমানা গুনলেন দুই অধিনায়কই

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়: অনুপস্থিত পাঁচ ক্রিকেটার

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে স্মৃতিকাতর শাহরিয়ার নাফিস, আছে আক্ষেপও

রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

সেমিফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

এই বিভাগের সব খবর

শিরোনাম :