টিকিটের জন্য একদিন আগেই কমলাপুরে লাইন

এম গোলাম মোস্তফা, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৯:৩৭ | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ১৮:০৯

ঈদে ট্রেনে বাড়ি যেতে টিকিটযুদ্ধ শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। প্রথম দিন টিকিটের জন্য চাপ কিছুটা কম থাকলেও আজ শনিবার কমলাপুরে ছিল উপচেপড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আজ অনেকেই কাঙ্ক্ষিত টিকিটটি পাননি। যারা আজ টিকিটবঞ্চিত হয়েছেন তাদের অনেকেই আগামীকালের টিকিটের জন্য একদিন আগেই লাইনে দাঁড়িয়ে গেছেন।

আগামীকাল রবিবার দেয়া হবে ২৯ আগস্টের টিকিট। কাঙ্ক্ষিত সেই টিকিটের জন্য শনিবার বিকাল থেকে কমলাপুরে এসে লাইনে দাঁড়াচ্ছেন অনেকেই। আগামীকাল সকাল আটটা থেকে শুরু হবে টিকিট বিক্রি।

উত্তরাঞ্চলের ট্রেন রংপুর এক্সপ্রেসের টিকিটের জন্য ভোরে এসে দাঁড়িয়েছিলেন আমিনুল ইসলাম। দীর্ঘ অপেক্ষার পর প্রত্যাশিত টিকিট পেয়ে উচ্ছ্বসিত হয়ে ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘দীর্ঘ অপেক্ষার পর তিনটা টিকিট পেলাম। এখন অনেক ভালো লাগছে, নিশ্চিন্তে বাড়ি যেতে পারব।’

অন্যদিকে নির্ধারিত টিকিট বিক্রি শেষ হওয়ায় অনেকে টিকিট না পেয়ে ২৯ তারিখের টিকিটের জন্য দাঁড়িয়েছেন। রাজশাহীর পদ্মা এক্সপ্রেসের টিকিটের জন্য সকালে দাঁড়িয়েছিলেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ইমতিয়াজ আহমেদ। কিন্তু ২৮ তারিখের নির্ধারিত টিকিট না থাকায় ২৯ তারিখের টিকিটের জন্য আজ থেকেই লাইনে দাঁড়িয়েছেন তিনি।

শুধু ইমতিয়াজই নয় তার সাথে আরও সাত থেকে আটজন দাঁড়িয়েছেন অগ্রিম টিকিটের জন্য। ২৯ তারিখের টিকিট দেয়া হবে আগামীকাল রবিবার।

কেন এত আগেই অগ্রিম টিকিটের জন্য দাঁড়িয়েছেন এমন প্রশ্নের জবাবে ঢাকাটাইমসকে ইমতিয়াজ বলেন, ‘এবারে আমাদের এলাকায় বন্যা হওয়ায় সড়কপথে রাস্তার অবস্থা খুবই খারাপ। সড়কপথে এবারের ঈদযাত্রা অনেক ঝুঁকিপূর্ণ হবে, তাই ট্র্রেনে বাড়ি যাওয়ার জন্য অগ্রিম টিকিট নিতে এলাম। কিন্তু সকালে দাঁড়িয়েও টিকিট পেলাম না। আগামীকাল দেবে ২৯ তারিখের টিকিট। তাই আগেভাগেই লাইনে দাঁড়াই, টিকিট আমার লাগবেই।’

কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী ঢাকাটাইমসকে বলেন, ‘দুপুরে দিকে যাত্রীদের চাপ কিছুটা কমে গেছে। তবে এদের মধ্যে অধিকাংশ যাত্রীই টিকিট পেয়েছেন। কেউ কেউ টিকিট পাননি, তাদের আগামীকাল আসতে হবে। আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করছি যাত্রীদের হাতে টিকিট তুলে দিতে।’

সিতাংশ বলেন, ‘কমলাপুর থেকে প্রতিদিন ৩১টি ট্রেনের ২২ হাজার ৪৯৬টি অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। আগামীকাল থেকে আরও ২৬শ টিকিট যোগ হবে। এর মধ্যে ২৫ শতাংশ অনলাইনে, ৫ শতাংশ ভিআইপি, ৫ শতাংশ রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ। বাকি ৬৫ শতাংশ টিকিট কাউন্টার থেকে সরাসরি যাত্রীদের কাছে বিক্রি করা হচ্ছে।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য শনিবার বিক্রি হচ্ছে ২৮ আগস্টের টিকিট। ক্রমান্বয়ে ২০, ২১, ২২ আগস্ট যথাক্রমে ২৯,৩০,৩১ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/জিএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

প্রীতি উরাংয়ের মৃত্যু: বিচার চায় সচেতন নাগরিক সমাজ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

এই বিভাগের সব খবর

শিরোনাম :