বানভাসিদের পাশে স্কুলশিক্ষার্থীরা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ১৮:৩৫

দেশের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় ঘরছাড়া লাখো মানুষ। খোলা আকাশের নিচে অসহায়, অভুক্ত দিনযাপন করছেন তারা। দুর্ভোগের এ চিত্র নাড়া দিয়েছে কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের।

বন্যাকবলিত এসব মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ বন্যাদুর্গত এসব এলাকার মানুষদের পাশে দাঁড়াতে সাহায্যের বাক্স হাতে উচ্চ বিদ্যালয়সহ লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় দিন-রাত কাজ করছে সততা সংঘ স্বেচ্ছাসেবী সংগঠন এবং জেলা ছাত্র-ছাত্রী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, শনিবার ১০টার দিকে কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪০ হাজার টাকার শুকনো খাবার বিতরণ করেন।

আটা, বিস্কুট, খাবার, স্যালাইন, ওষুধ, চাল, চিনি, চিড়া, দিয়াশলাই এসকল ত্রাণ নিয়ে কিছু শিক্ষার্থী তাদের হাতে তুলে দেয়।

শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সকল স্বেচ্ছাসেবী এবং সামাজিক ও সাংস্কৃতিক সততা সংঘ কেইউপি স্কুলের সংগঠন একত্র হয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ গ্রহণ করেছে।

একদিনেই তারা তুলেছেন প্রায় ৪০ হাজার টাকা তুলছেন বলো জানান প্রধান শিক্ষক খুশীদুজ্জামান আহমেদ। তিনি বলেন, সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা থেকেই তারা এ উদ্যোগ নিয়েছে।

ত্রাণ বিতরণকালে ছিলেন- কালীগঞ্জ কেইউপি স্কুলের প্রধান শিক্ষক খুশীদুজ্জামান আহমেদ, বাবুর আলী, আনিসুর রহমান এবং কেইউপির শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :