অপহরণের পর মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৮:৪০ | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ১৮:৩৮

রাজধানীর ভাটারার খিলবাড়িরটেক এলাকা থেকে চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন শোয়েব শামীম হোসেন, আলামিন রুবেল ও রুবেল হোসেন। এ ঘটনায় জড়িত সুমন মিয়া পিকু মিয়া ও সম্রাট নামের তিনজন পলাতক রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

অপহরণের সঙ্গে জড়িতদের শুক্রবার গ্রেপ্তার করলেও শনিবার তাদের আদালতে পাঠিয়ে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব-১ কোম্পানি কমান্ডার আবদুল হানিফ ঢাকাটাইমসকে বলেন, গত ১৭ আগস্ট বিকালে ভাটারা থানার নূরেরচালা এলাকায় গ্রাম থেকে আসা উজ্জল মোল্লাকে অপহরণ করে গ্রেপ্তারকৃতরা। উজ্জলকে অপরহরণ করে একটি নির্জন বাড়িতে নিয়ে তার সঙ্গে থাকা এক হাজার ৪০০ টাকা কেড়ে নেয়। এরপর তারা ওই টাকা দিয়ে বিরানি ও ইয়াবা কিনে খায় এবং ওই রাতে উজ্জলকে মারধর করে। পরে তার ফোন কেড়ে নিয়ে তার ভাই শাহজাহান মোল্লাকে ফোন করে মুক্তিপণ হিসেকে ৫০ হাজার টাকা চায়। ওই টাকা আদায় করার জন্য তারা উজ্জলকে মারধর করে এবং তার কান্নার শব্দ শাহজাহানকে শোনায়। এ ঘটনায় শাহজাহান বাদী হয়ে হয়ে ভাটারা থানায় একটি মামলা করেন।

র‌্যাব কর্মকর্তা আবদুল হানিফ বলেন, অপহৃত উজ্জলের এক ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তিনি বিষয়টি র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে র‌্যাব উজ্জলকে উদ্ধার করতে মাঠে নামে। তারা বিভিন্ন এলাকায় মাইকিং করে। পরে গতকাল শুক্রবার রাতে উজ্জলকে যে ভবনে রেখেছিল ওই ভবনের ছাদ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ বেরিয়ে এলে র‌্যাব তৎক্ষণাৎ উজ্জলকে উদ্ধার করে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :