নড়াইলে গৃহবধূর ওপর ‘এসিড’ নিক্ষেপ

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ১৮:৪০

নড়াইলের নড়াগাতি থানার মাউলী গ্রামে পারিবারিক কলহের জের ধরে তানজিলা বেগম (৩২) নামে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মামলার প্রস্তুতি চলছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের কারণে নড়াগাতির থানার কাঠদুরা গ্রামের মনিরুজ্জামান মোল্যার স্ত্রী তানজিলা বাবার বাড়ি মাউলী গ্রামে অবস্থান করছিলেন। শুক্রবার সন্ধ্যায় বাবার বাড়ির পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন তানজিলা। এ সময় স্বামী মনিরুজ্জামানসহ তিন মোটরসাইকেল আরোহী তানজিলার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

নড়াগাতির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, এসিড বা কোনো দাহ্য পদার্থে তানজিলার শরীর পুড়ে গেছে। তার পিঠসহ শরীরের বাম পাশ পুড়ে গেছে। এ ঘটনায় তানজিলার স্বামী পলাতক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :