ঝুটের গুদামে আগুন, আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৭, ১৯:২২

গাজীপুর, ঢাকাটাইমস
ফাইল ছবি

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ওই গুদামে রাখা বিপুল পরিমাণ ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাকির হোসেন জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন আশেপাশের আরো কয়েকটি গুদামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় হালিমের ৩টি, হারুনের ১টি, দুলালের ১টি, আলালের ১টি ও আইয়ুবের ২টি গুদাম পুড়ে যায়। খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/এলএ)