ফরিদপুরে নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ১৯:৫৭

ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলা এলাকায় আবুল কাশেম ভূইয়া নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাত দল টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

বাড়ির মালিক আবুল কাশেম ভূইয়া মেয়ে পারভীন আক্তার জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে বাড়ির টিনশেড ঘরের পেছনের দিকের দরজা ভেঙে ৬-৭ জন মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে পড়ে। ডাকাতরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আলমারী থেকে ৪০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে পালিয়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফরিদপুর কোতয়ালি থানার উপপরিদর্শক মনির হোসেন জানান, এটি ডাকাতির ঘটনা নয়। তিন যুবক পেছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে পড়ে। পরে তারা কিছু টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :