ময়মনসিংহে ডিমের কুসুমে মানুষের মুখ?

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২২:২০ | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ২০:০৩

ময়মনসিংহে একটি ডিম নিয়ে তোলপাড় শুরু হয়েছে। জেলার গৌরীপুর উপজেলার এক গৃহিণী ডিমের কুসুমের মধ্যে মানুষের মুখের আকৃতি দেখতে পান বলে রাষ্ট্র হয়েছে এলাকায়।

শুক্রবার বিকালে পৌর এলাকার ইসলামাবাদ মহল্লার বাসিন্দা আয়েশা চৌধুরীর রান্নার উদ্দেশ্যে আনা ওই ডিম দেখতে মানুষের ভিড় পড়েছে। চলছে মুখরোচক আলোচনা।

প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন, ডিমের কুসুমটি দেখতে হুবহু মানুষের মুখের মতো।

একই দাবি করছেন ডিমের ক্রেতা আয়েশা চৌধুরী। তিনি বলেন, লাল রঙের ফার্ম মুরগির লাল ডিমটি ভাঙার পর এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে তার। ডিমের কুসুমটি মানুষের মুখের মতো।

গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাঈদ সরকার জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কমিউনিটি বেইজড ডেইরি ভেটেরিনারি ফাউন্ডেশন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক মো. মোশাররফ উদ্দীন ভুইয়া জানান, এমন ঘটনার কথা আগে কখনো শোনেননি তিনি। তবে বিষয়টি নিয়ে তিনি খোঁজ-খবর করবেন।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :