শিবিরের টার্গেটে রাবি ছাত্রলীগের ১৫ নেতা

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২০:৫৪ | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ২০:০৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৫ নেতাকে সন্ত্রাসী দাবি করে তাদের লক্ষ্যবস্তু (টার্গেটে) করেছে শিবির। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জাগ্রত বিবেক’ নামে শিবিরের একটি ফেসবুক আইডি থেকে ছাত্রলীগের ওই নেতাদের লক্ষ্যবস্তু করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ছাত্রলীগ নেতাদের দাবি, শিবির ক্যাডাররা তাদের হুমকি দিচ্ছে। তবে এতে বিচলিত নন তারা।

জাগ্রত বিবেক ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, গতকাল (শুক্রবার) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৫ নেতার ছবি ও নামযুক্ত একটি পোস্ট দেওয়া হয়। ‘হুঁশিয়ার! হুঁশিয়ার! হুঁশিয়ার!’ শিরোনামের ওই পোস্টে উল্লেখ করা হয়, ‘রাবির এই সন্ত্রাসীদের এড়িয়ে চলুন, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট।’

লক্ষ্যবস্তু করা ওই ১৫ নেতার মধ্যে আছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাদ্দাম হোসেন, মাহফুজ আল আমিন, শাদিদ মুনতাসির এলাহী, শাহিন তালুকদার; যুগ্ম সাধারণ সম্পাদক কে এম সাদ্দাম হোসেন সজীব, সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমীদ তন্ময়, ইমরান খান নাহিদ, মেহেদী হাসান মিশু, আবির আহসান লাবণ্য, চঞ্চল কুমার অর্ক, সাবরুন জামিল সুস্ময়, দপ্তর সম্পাদক আবুল বাশার আহমেদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব, উপ-দপ্তর সম্পাদক আব্দুল হক ও ছাত্রলীগের সদস্য নাজমুল হাসান।

এর বাইরে মেসেঞ্জারেও কাউকে কাউকে হুমকি দেয়ার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক আবুল বাশার আহমেদ।

তাকে মেসেঞ্জারে হুমকি দেওয়ার অভিযোগ করে আবুল বাশার বলেন, ‘সকালের দিকে জাগ্রত বিবেক নামের একটি ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারে আমাকে মেসেজ দিয়ে হুমকি দেওয়া হয়। সেখানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৫ নেতার ছবি দেয়া আছে।’ আবুল বাশার জানান, মেসেঞ্জারে তাকে উদ্দেশ করে লেখা হয়েছে, ‘দুঃখ তোমার জন্য, ক্যাম্পাসে বেশি দিন থাকতে পারবে না। কেবল ২য় বর্ষ!!! মাথায় এত বুদ্ধি নিয়ে আইনে ভর্তি হলে কি করে?’

হুমকির পরিপ্রেক্ষিতে শিবিরকে প্রতিহত করার জন্য তারা সতর্ক আছেন বলে জানান বাশার। ফেসবুকে ওই হুমকির বিষয়ে জানতে ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা হয় ঢাকাটাইমসের। তারা জানান, গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে শিবিরের কর্মীদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনার পর থেকে ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ছাত্রলীগের নেতারাও বসে নেই। তারা হুমকিদাতা সংশ্লিষ্ট আইডিটি শনাক্তের চেষ্টা করছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ঢাকাটাইমসকে বলেন, ‘কোন আইডি থেকে এই হুমকি দেওয়া হয়েছে সেটা শনাক্ত করার চেষ্টা করছি। জানতে পারলে আইনি ব্যবস্থা নেব।’

তবে হুমকিতে রাবি ছাত্রলীগ বিচলিত নয় বলে দাবি করেন গোলাম কিবরিয়া। তিনি বলেন, ‘দূর থেকে হুমকি দিয়ে কী হবে? সাহস থাকলে সামনে এসে কিছু করে দেখাক। শিবিরকে সমুচিত জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সব সময় সতর্ক আছে।’

(ঢাকাটাইমস/১৯আগস্ট/মোআ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :