বন্যায় সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ২০:৫৮

বন্যায় কালীগঞ্জ উপজেলার বারাজান গ্রামের কালীরকুড়া এলাকার একমাত্র চলাচলের রাস্তাটি নদীতে বিলীন হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার হয়েছেন কয়েক গ্রামের ৩০ হাজার মানুষ। বেশি দুর্ভোগে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। সেতুটি ঠিকই আছে, কিন্তু নেই সড়ক।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বারাজান গ্রামের ভেটেশ্বর নদীর উপর প্রায় ১৬ বছর আগে এ স্লুইজ গেট নির্মাণ করা হয়। সাম্প্রাতিক বন্যায় পানির তীব্র স্রোতে স্লুইজ গেট সংলগ্ন সড়কটি ভেঙে নদীতে পরিণত হয়েছে। ফলে চলবলা মদনপুর, সোনারহাট, বান্দের কুড়া, দুহূলী, রারাজান ও সুকানদিঘী এলাকার প্রায় ৩০ হাজার মানুষের যোগাযোগ বন্ধ রয়েছে।

এদিকে বারাজান এস.সি উচ্চ বিদ্যালয়, বারাজান নয়া মহাবিদ্যালয়, তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা, উত্তরবাংলা কলেজ, দুহুলী স্কুল এন্ড কলেজ এবং অপর দিকে বান্দেরকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বান্দেরকুড়া প্রাথমিক বিদ্যালয়, মদনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করছে।

এ ব্যাপারে স্থানীয় ব্যক্তি শাহজান, শাহীন, রফিকুল ইসলামসহ অনেকেই জানান, আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম এই রাস্তটি। এ রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ শহরে প্রবেশ করে। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এর দ্রুত সমাধান করলে গ্রামের সাধারণ মানুষরা এ দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান জানান, এবারের বন্যায় সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে চলতি বাজেটেই দ্রুত সড়কগুলো সংস্কার করা হবে।

চলবলা ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, জনগুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে প্রতিনিয়ত স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ চলাচল করেন। কৃষকরা তাদের উৎপাদিত ফসল হাট-বাজারে নিয়ে যান। তাই দ্রুত সড়কটি সংস্কার প্রয়োজন। রাস্তা দ্রুত সংস্কারের পদক্ষেপ নেয়া হলে এ জনদুর্ভোগের অবসান হবে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :