কুমিল্লায় স্কুল-কলেজে ভ্রাম্যমাণ বইমেলা

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ২১:০৭

কুমিল্লায় বিভিন্ন স্কুল-কলেজে সাত দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। আলোঘর প্রকাশনার আয়োজনে এই বইমেলা শনিবার কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গণে উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, আলোঘর প্রকাশনার জ্যৈষ্ঠ ব্যবস্থাপক আনিসুর রহমান, ব্যবস্থাপক রাকিবুল হাসান, বিপণন ব্যবস্থাপক হাসনাত মোবারক ও তাসলিম আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা।

দ্বিতীয় দিন রবিবার নগরীর নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও কুমিল্লা মডার্ন হাই স্কুল মাঠে, তৃতীয় দিন সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও নগরীর শৈলরানী দেবী পৌর উচ্চ বিদ্যালয়, চতুর্থ দিন মঙ্গলবার বরুড়ার শহীদ স্মৃতি সরকারি কলেজ ও কাদবা তল্লাগ্রাম তারিনীচরণ লাহা উচ্চ বিদ্যালয়, পঞ্চম দিন বুধবার দেবিদ্বারের রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও দেবিদ্বার মফিজউদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ষষ্ঠ দিন বুড়িচং কালী নারায়ন বালিকা উচ্চ বিদ্যালয়, সোনার বাংলা কলেজ ও বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ বই মেলা অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :