‘বন্যাকবলিত এলাকায় নিষ্ঠার সঙ্গে চলছে চিকিৎসাসেবা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২২:২৪ | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ২১:২২

দেশের বন্যাকবলিত এলাকায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিক্যাল টিমের সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার দুপুরে গাজীপুরের জিরানী এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষষায়িত হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউডে চারদিনব্যাপী ফ্রি-ফ্যাকো সার্জারি অ্যান্ড আইক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশে প্রতিবছর মাঝারি ধরনের বন্যা হয়। এবছর তুলনামূলকভাবে বন্যা একটু বেশি হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের সিরাজগঞ্জ, দিনাজপুর ও রংপুর অঞ্চলসহ বন্যাকবলিত এলাকাগুলোতে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক মেডিক্যাল টিম ইতোমধ্যে মাঠে নেমেছেন এবং টিমের সদস্যরা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন।

মন্ত্রী বলেন, এসব জেলার বন্যার পানি নেমে যাওয়ার পর বর্তমান সরকারের এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে মেডিক্যাল টিমের সদস্যরা বন্যাকবলিত এলাকাগুলোতে পুরোদমে কাজ শুরু করবেন।

স্বাস্থ্যখাতে বর্তমান সরকারের সফলতা ও অর্জন উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, সব ধরনের চিকিৎসাসেবা এখান থেকে দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার হলো উন্নয়নের সরকার। বাংলাদেশের গ্রামগঞ্জে ১৪ হাজার ক্লিনিক থেকে বিনামূল্যে গবির ও মধ্যবিত্তসহ সর্বস্তরের মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

মোহাম্মদ নাসিম ফিতা কেটে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষষায়িত হাসপাতালের ফ্রি-ফ্যাকো সার্জারি অ্যান্ড আইক্যাম্পের উদ্বোধন করেন।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচারক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, হাসপাতালের পরিচালক ডা. রাজীব হাসান, চিফ অ্যাক্সিকিউটিভ অফিসার জাইতুল বিনতে সোলায়মানসহ অন্যান্য কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও রোগীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ৬ষ্ঠতলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন।

জানা গেছে, আজ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ফ্রি-ফাকো সার্জারি অ্যান্ড আইক্যাম্প শুরু হয়েছে। সেটি আগামীকালও চলবে। এরপরে আগামী ২৬ ও ২৭ আগস্ট এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

অধ্যাপক ডা. দ্বীন মো: নুরুল হকের নেতৃত্বে ২৫ জন চিকিৎসক, ১০ জন নার্স ও ১০ জন স্বাস্থ্য সহকারি এই চিকিৎসা ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করছেন। ইতোমধ্য ৪০০ রোগী নাম নিবন্ধন করেছেন। চার দিনে এই সকল রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হবে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :