ভেঙে যাওয়া বাঁধের কাজ এক সপ্তাহের মধ্যে শুরু: পানিসম্পদ মন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ২১:৫১

পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বন্যায় ভেঙে যাওয়া বাঁধ পুনঃনিমান কাজ শুরু হয়ে যাবে এবং তরিৎ গতিতে কাজ সম্পন্ন হবে। তিনি বলেন, বাঁধগুলো সংরক্ষণ শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। স্থানীয় জনগণ এবং বাঁধে আশ্রিত বসবাসকারীদের এ ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে।

শনিবার বিকালে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্রের তীর রক্ষা বিভিন্ন বাঁধ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামীতে পাউবোর সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে জেলা সমন্বয় সভার মতামতকে গুরুত্ব দিতে হবে- যাতে জনগণের মতামত প্রতিফলিত হয়।

তিনি বলেন, শীত মৌসুমের শুরুতেই যেসব স্থানে নতুন করে বাঁধের প্রয়োজন- সেখানে বাঁধ নির্মাণ ও যেসব নদী খননের প্রয়োজন তারও কাজ শুরু করা হবে।

এ সময় তার সাথে ছিলেন- প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আজিজ মোহম্মদ চৌধুরী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলী, কুড়িগ্রাম পাউবো নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :