নীলফামারীর সাংবাদিক মোজাহিদ আর নেই

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ আগস্ট ২০১৭, ২২:১৩

নীলফামারীর প্রবীণ সাংবাদিক মোজাহিদ বিন খয়রাত (৭২) আর নেই। শনিবার সন্ধ্যায় জেলা শহরের থানাপাড়াস্থ নিজ বাসভবনে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ভাই, পাঁচ বোন ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৫৬ সালে যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী প্রয়াত খয়রাত হোসেনের দ্বিতীয় পুত্র ছিলেন মোজাহিদ বিন খয়রাত।

নীলফামারী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান জানান, দীর্ঘদিন থেকে তিনি জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িতেই চিকিৎসা চলছিল তার। এছাড়াও তিনি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরও ছিলেন।

মোজাহিদ বিন খয়রাত দৈনিক আমাদের সময় পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দৈনিক দেশ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করলেও দৈনিক বাংলা বাজারসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন তিনি। ছিলেন নীলফামারী প্রেসক্লাবের উপদেষ্টাও ছিলেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংসদ সদস্য শওকত চৌধুরী, সংসদ সদস্য গোলাম মোস্তফা, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :